অহংকার পতনের কারনঃ আমরা অনেকে অনেক গুণের অধিকারি । কেউবা দেখতে ভালো , কারও ব্যবহার ভালো , কেউ পড়াশুনায় ভালো , কেউ কেউ আবার অন্নান্য বিষয়ে পারদর্শী । কিন্তু আমাদের কখনওই আমাদের নিজের মধ্যে থাকা গুণগুলো নিয়ে অহংকার করা উচিত নয়। আমরা যখনই মনে করব যে আমি এক বিরল প্রতিভার অধিকারি, ওই বিষয়ে আমিই শ্রেষ্ঠ , আমার থেকে ভাল আর কেউ নেই, তখনই জানতে হবে আমার পতন নিশ্চিত । কিন্তু এটা সঠিক কাজ নয়। কখনই আমাদের কোন কিছু নিয়ে অহংকার করা ঠিক নয়। কারন অহংকারই পতনের কারন। আসুন নিচের গল্প থেকে শিক্ষা নেওয়া যাক … … …
অহংকার পতনের কারনঃ একটি কাক ও হংসের গল্পঃ
সমুদ্রতীরবর্তী কোনও এক দেশে এক ধনবান ব্যক্তি ছিলেন। তাঁর বহু পুত্র ছিল। সেই পুত্ররা প্রতিদিন তাদের বেঁচে যাওয়া মাছ , মাংস ও অন্যান্য খাবার এক কাককে খেতে দিত। উচ্ছিষ্টভোজী সেই কাক গর্বিত হয়ে অন্য পাখীদের অবজ্ঞা করত।
একদিন গরুড়ের ন্যায় দ্রুতগামী কতগুলো হংস উড়ে এসে সমুদ্রের তীরে নামল। ঐ ধনবান ব্যক্তির পুত্ররা কাককে বললে, বিহঙ্গম, তুমি ওই হংসদের চেয়ে শ্রেষ্ঠ । তখন কাক সগর্বে হংসদের বলল , চল আমরা উড়ব । হংসরা বললে, আমরা মানস সরোবরে থাকি, বহুদূর উড়তে পারি, সেইজন্য আমরা পাখীদের মধ্যে বিখ্যাত। তুমি কাক হয়ে কিভাবে আমাদের সঙ্গে উড়বে ?
কাক বললে, আমি এক শ এক প্রকার উড়বার পদ্ধতি জানি এবং প্রত্যেক পদ্ধতিতে বিচিত্র গতিতে শত যোজন পথ যেতে পারি। আজ আমি উড্ডীন , অবডীন , প্রডীন , ডীন , নিডীন , সংডীন , পরিডীন প্রভৃতি বহুপ্রকার গতিতে উড়ব , তোমরা আমার শক্তি দেখতে পাবে। বল, এখন কোন গতিতে আমি উড়ি ? তোমরাও আমার সঙ্গে উড়ে চল । একটি হংস হেসে বললে, অন্য পাখীরা যে গতিতে ওড়ে আমরাও সেই গতিতেই উড়ব , অন্য গতি জানি না। হে দেমাকি কাক, তোমার যেমন ইচ্ছা সেই গতিতে উড়ে চল ।
হংস ও কাক পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে উড়তে লাগল । হংস একই গতি ও কাক বহুপ্রকার গতি দেখাতে দেখাতে চলল । অন্যান্য কাকেরা হংসদের নিন্দা করতে লাগল। হংস ধীর গতিতে উড়ে কিছুক্ষন কাকের পিছনে রইল, তারপর দর্শক কাকেদের উপহাস শুনে বেগে সমুদ্রের উপর দিয়ে উড়ে চলল । কাকও সমুদ্রের উপর কিছুক্ষন ওড়ার পর হাফিয়ে গেল। সে ভয় পেয়ে ভাবতে লাগল , কোথাও দ্বিপ বা গাছ নেই, আমি কোথায় নামব ? হংস পিছন ফিরে দেখলে , কাক জলে পড়ছে । সে বললে, কাক, তুমি বহুপ্রকার গতির বর্ণনা করেছিলে, কিন্তু এ গতির কথা তো কখনও বল নি ! তুমি তোমার পা, ডানা ও ঠোঁট বারবার জলে স্পর্শ করছ, এ গতির নাম কি?
ক্লান্ত কাক জলে পড়তে পড়তে বললে, হংস, আমরা কাক হয়ে জন্মেছি, কা কা রব করি, পরের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকি, বেশিদূর ওড়ার ক্ষমতা আমাদের নেই। আমি প্রাণ রক্ষার জন্য তোমার শরণ নিলাম। আমাকে সমুদ্রের তীরে নিয়ে চল , প্রভু, আমাকে বিপদ থেকে উদ্ধার কর। যদি ভালই ভালই নিজের দেশে ফিরতে পারি তবে আর কাউকে কোনদিন অবজ্ঞা করব না। কাকের এই বিলাপ শুনে হংস কিছু না বলে, তাকে পা দিয়ে উঠিয়ে পিঠে তুলে নিলে এবং দ্রুতবেগে উড়ে তাকে সমুদ্রতীরে নামিয়ে রেখে নিজের দেশে চলে গেল।
শিক্ষাঃ অহংকার পতনের কারন।
অন্যের কথায় নিজেকে শ্রেষ্ঠ মনে করে অপরকে অবজ্ঞা করা কখনই উচিত নয়।
কোনভাবেই মনের মধ্যে অহং বোধ আনা উচিত নয়।
সঠিক সময়ে নিজের দোষ স্বীকার করে নেওয়া বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন … … … ৩ টি বাংলা শিক্ষামূলক গল্পঃ 3 Best Motivational Story: