কাজের অভ্যাস চালিয়ে যানঃ 1 টি সেরা অনুপ্রেরণার গল্পঃ

কাজের অভ্যাস চালিয়ে যানঃ আমরা সবাই পড়াশুনা বা চাকরি  যে কোন ক্ষেত্রেই সেরা হতে চাই । কিন্তু সেরা হতে গেলে চাই  দক্ষতা। আর নিজের কাজে দক্ষতা আনতে গেলে  যেটা সবচেয়ে জরুরী , তা হল অভ্যাস। প্রতিদিন নিয়ম করে আমাদের কাজের অভ্যাস চালিয়ে যাওয়া উচিত । কোন পরিস্থিতিতেই বা কোন অজুহাতেই কাজের অভ্যাস ত্যাগ করা উচিত নয়। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে , যখন অভীষ্ট কাজ করা সম্ভব হয় না বা দরকারও পরে না। কিন্তু সেরকম পরিস্থিতিতেও যারা কাজের অভ্যাস চালিয়ে যান , জীবনে তারাই সফল হন। তাই কাজের অভ্যাস চালিয়ে যান । আসুন ,  নীচের গল্প থেকে শিক্ষা নেওয়া যাক … … … … …

 

কাজের অভ্যাস চালিয়ে যানঃ
কাজের অভ্যাস চালিয়ে যানঃ

 

 

কাজের অভ্যাস চালিয়ে যানঃ এক কৃষক ও ভগবান শিবের গল্পঃ

 

ভগবান শিব যখন  শঙ্খ বাজাতেন, একমাত্র তখনই পৃথিবীতে বৃষ্টি হত। একবার শিব জী ঘোষণা করলেন, ” পৃথিবীতে দীর্ঘ সময় পর্যন্ত খরা আসবে, আমি বেশ কয়েক বছর শঙ্খ বাজাবো না। ” তিনি শঙ্খ বাজান বন্ধ করে দিলেন। পৃথিবীতে হাহাকার পড়ে গেল। বৃষ্টি না হওয়ার ফলে পৃথিবীর সমস্ত জীব জলের জন্য ছটফট করতে লাগল । জলের  অভাবে চাষবাস বন্ধ হয়ে গেল, মানুষের মধ্যে খাদ্যাভাব দেখা দিল। 

 

একদিন ভগবান শিব বেশ বদল করে পৃথিবীতে এলেন এখানকার মানুষ কেমন আছে দেখার জন্য। তিনি দেখলেন জলের অভাবে গোটা পৃথিবী শুস্ক হয়ে গেছে, মাঠে ঘাটে জল নেই, কোথাও সবুজের চিহ্ন নেই। হঠাৎ উনি এক কৃষককে শুকিয়ে আসা ক্ষেতে লাঙ্গল চালাতে দেখলেন। এটা দেখে শিব জী সেই কৃষককে প্রশ্ন করলেন যে, সে যখন জানে সারাটা বছর ধরে বৃষ্টি হবে না, তখন সে নিজের ক্ষেতে লাঙ্গল চালাচ্ছে কেন? 

 

কৃষক উত্তর দিল , ” মহাশয়, আমি গ্রামের চাষাবাসা লোক।  সারা বছর চাষ করেই সংসার চালাই । চাষাবাদ ছাড়া অন্য কোন কাজই আমি করতে পারি না। আমি জানি যে সারা বছর বৃষ্টি হবে না, কিন্তু  যদি আমি  আমার কাজের অভ্যাস বজায় না রাখি,  তবে চাষ করতে ভুলে  যাব , আর  আমার কর্মদক্ষতা কমে যাবে। এরপর যেদিন বৃষ্টি নামবে সেদিন আমি বৃষ্টি হওয়ার ফায়দা তুলতে পারব না।। তাই আমি প্রতিদিন একটু  একটু  করে লাঙ্গল চালিয়ে আমার দক্ষতা বজায় রাখার চেষ্টা করি।” 

 

ভগবান শিব কৃষকের উত্তর শুনে অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন , ” তাইতো , আমিও তো অনেকদিন শঙ্খ বাজায়নি! যদি শঙ্খ বাজাতে ভুলে যাই,  তো কোনদিনই পৃথিবীতে বৃষ্টি হবে না!”  উনি নিজের প্রাসাদে ফিরে অভ্যাস বজায় রাখার জন্য শঙ্খে ফুঁ দিলেন, আর সঙ্গে সঙ্গে পৃথিবীতে বৃষ্টি নেমে এল।

আরও পড়ুনঃ… … … 10 টি best শিক্ষামূলক গল্প

শিক্ষাঃ ( কাজের অভ্যাস চালিয়ে যান)

 

জীবনে সফল হতে হলে, নিজের কাজের দক্ষতা বাড়াতে হলে, প্রতিদিন কাজের অভ্যাস চালিয়ে যাওয়া উচিত । কোন অবস্থাতেই কাজের অভ্যাস ত্যাগ করা  উচিত নয় । “অভ্যাস চালিয়ে যাওয়া” সাফল্যের একটি গুরুত্বপূর্ণ সুত্র।। 

Leave a Comment

Solverwp- WordPress Theme and Plugin