গল্প থেকে শিক্ষা : Negativity inside us : আমাদের জীবন সবসময় আমাদের মত করে চলে না। আমরা ইচ্ছামত জীবনকে চালাতে পারি না। জীবনে চলার পথে অনেক সমস্যার সন্মুখিন হতে হয়। মাঝে মাঝে চারিদিক থেকে এত বেশি সমস্যা আমাদের ঘিরে ফেলে যে, আমাদের বাঁচার ইচ্ছাটাই হারিয়ে যায় । মনে হয় — আমিই কেন ? আমার সাথেই এরকম হয় কেন ? আসুন নিচের গল্প Negativity inside us থেকে শিক্ষা নেওয়া যাক … … …
গল্প থেকে শিক্ষা : Negativity inside us : জাহাজের গল্পঃ
একটা জাহাজ সমুদ্রের জলে ভাসছিল। পরিস্কার আবহাওয়া, কোন দিকে কোন দুর্যোগের চিহ্নমাত্র নেই। নাবিকরা গল্পে মত্ত। জাহাজ সমুদ্রের মাঝামাঝি ভেসে চলেছে । আসে পাশে শত মাইলের মধ্যে কোন স্থলভাগ নেই। চারিদিকে জল আর জল। শান্ত জলরাশির উপর জাহাজ ভেসে চলেছে ।
এমন সময় আকাশে দেখা গেল কালো মেঘ । মুহূর্তে চারিদিক অন্ধকার করে নেমে এল ঝড় – বৃষ্টি । সমুদ্র উত্তাল হয়ে উঠল । যাত্রীরা ভাবল আর কোনভাবেই তারা বেঁচে বাড়ি ফিরতে পারবে না। কিন্তু দক্ষ নাবিকরা জাহাজ ডুবতে দিল না। তারা দক্ষতার সাথে জাহাজ নিয়ন্ত্রন করতে থাকল। এমন সময় আস্তে আস্তে আবহাওয়া বদলাতে লাগল । সমুদ্র শান্ত হতে থাকল। নাবিকরা যখন একটু স্বস্তির নিশ্বাস ফেলবে, তারা দেখল, সমুদ্রের নিচে ডুবে থাকা এক পাহারের চূড়ায় ধাক্কা লেগে জাহাজে একটা ফুটো হয়ে গেছে , আর সেই ফুটো দিয়ে হু হু করে জল ঢুকছে । নাবিকরা সেই ফুটো মেরামত করার আগেই জাহাজ জলে পূর্ণ হয়ে সমুদ্রের মাঝে ডুবে গেল।
বিশ্লেষণ : (গল্প থেকে শিক্ষা : Negativity inside us)
বাইরের খারাপ আবহাওয়া জাহাজকে ডোবাতে পারেনি। সমুদ্রের উত্তাল রাশি রাশি জলও জাহাজকে ডোবাতে পারেনি। এগুলি সবই ছিল জাহাজের বাইরের পরিস্থিতি , যা জাহাজকে ডোবাতে পারেনি। কিন্তু যখনই ফুটো দিয়ে সামান্য জল জাহাজের মধ্যে প্রবেশ করল, তখনই জাহাজ জলে ডুবে গেল ।
শিক্ষা : (গল্প থেকে শিক্ষা : Negativity inside us)
জীবনের কোন সমস্যাই আপনাকে কাবু করতে পারবে না, যতক্ষণ না আপনি নিজে থেকে সমস্যাগুলোকে সমস্যা বলে মনে করবেন। আপনার চলার পথে অনেক Negativity থাকবে। যখনই আপনি নিজের মধ্যে Negativity নিয়ে আসবেন, তখনই জীবন স্তব্ধ হয়ে যাবে। কাজেই নিজের মনের মধ্যে কখনই Negativity প্রবেশ করতে দেবেন না।।
আরও পড়ুন … … … সফলতার সূত্রঃ 1 গল্প থেকে অনুপ্রেরণাঃ