জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প – best story

জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প  : আমরা সবাই আমাদের জীবন বদলাতে চাই । কিন্তু সেটা সহজে হয় না। তার জন্য প্রথমে আমাদের মানসিকতা বদলাতে হবে। মনকে জিজ্ঞেস করতে হবে, সত্যিই আমি নিজেকে বদলাতে চাই কি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আবারও প্রশ্ন করতে হবে, আমি কষ্ট সহ্য করতে পারব কি? যদি আমি কষ্ট সহ্য করতে সক্ষম হই, তবেই আমার জীবন বদলাবে। আর যদি আমি কষ্ট সহ্য করতে না চাই , তবে জীবন তো বদলাবেই না, উপরন্তু , সারা জীবন কষ্ট করে যেতে হবে।

আমরা জীবন বদলানোর অনেক গল্প পড়েছি । আমাদের  চোখের সামনে জীবন বদলে  দেওয়ার অনেক  ঘটনা ঘটেছে । কিন্তু আমরা তা থেকে শিক্ষা নিয়েছি কি? আসুন  নিচের  জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প থেকে শিক্ষা নেওয়া যাক … … … একবার নয়, মাঝে মাঝেই এই গল্পগুলো পড়ে নিতে হয়। তা না হলে  জীবন বদলানোর খিদেটা নষ্ট হয়ে  যায় … … … 

 

জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প : (দুই পাথরের গল্প)

 

জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প
জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প

 

জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প : দুই পাথরের গল্পঃ একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে কোন মন্দির ছিল না। তাই গ্রামের মানুষেরা স্থির করল যে গ্রামে একটা মন্দির নির্মাণ  করবে। সেইমতো মন্দির তৈরি হল। কিন্তু তারা চিন্তায় পড়ে গেল মন্দিরে মূর্তি কিভাবে তৈরি হবে? কারন, গ্রামে কোন পাথর ছিল না। 

 

গ্রামের কিছু বাচ্চা এসে বলল, পাশে তেপান্তরের মাঠে দুটো বড় বড় পাথর আছে , সেগুলো দিয়ে মূর্তি তৈরি করা যেতে পারে। গ্রামের বয়স্করা একথায় রাজি হল। তারা মাঠে পাথর দুটি দেখতে গেল।

 

জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প
জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প

 

প্রথম পাথরটির কাছে গিয়ে তারা জিজ্ঞেস করল- – – “আপনি কি রাজি হবেন, আমরা যদি আপনাকে নিয়ে গিয়ে একটা মূর্তি বানাই? আপনি তো এই ফাঁকা মাঠেই পড়ে আছেন! প্রচুর রোদ , ঝড় , বৃষ্টি আপনি সারা জীবন ধরে সহ্য করছেন,  কিন্তু আমরা আপনাকে ছ-মাস ধরে একটু কষ্ট দেব। ছেনি- হাতুড়ির ঘা লাগবে, তারপর আপনার একটা সুন্দর আকৃতি তৈরি হবে। তখন আপনাকে সবাই পূজা করবে। প্রতিদিন ধুপকাঠির  ধোঁয়া , ফুল, জল, নারকেল ইত্যাদি পাবেন, আপনার জীবনটাই বদলে যাবে। 

 

প্রথম পাথর অনেক ভেবে বলল, সে এই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে, ছ-মাসের বাড়তি কষ্টের দরকার নেই তার।

 

সবাই তখন দ্বিতীয় পাথরের কাছে গিয়ে একই অনুরোধ জানাল। দ্বিতীয় পাথর অনেক ভেবে ঠিক করল, তাকে তো এমনিতেই মাঠের খোলা পরিবেশে কষ্ট পেতে হচ্ছে, আর ছ-টা মাস না হয় আর একটু কষ্ট সহ্য করবে সে। তারপর তো তার জীবনটাই বদলে যাবে। তাই সে রাজি হয়ে গেল। 

 

দ্বিতীয় পাথরটাকে গ্রামে নিয়ে আসা হল। একজন নামকরা ভাস্কর ছেনি- হাতুড়ি নিয়ে পাথরটিকে আঘাত করতে থাকল। পাথরটির জন্য এই আঘাত খুব কষ্টদায়ক ছিল। ছটা মাস সহ্য করার পর পাথরের ভিতর থেকে বেরিয়ে এল এক অসামান্য মূর্তি । এরপর মূর্তিটিকে মন্দিরে বসানো হল।

 

জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প
জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প

 

মন্দিরের উদ্বোধনের দিন আশপাশের গ্রাম থেকেও প্রচুর লোক মূর্তি দেখতে এল। সবাই প্রথম দিন মন্দিরে পূজা দিতে চাইল । সবার হাতে নারকেল। পুরোহিত দেখলেন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে পূজা দেবার জন্য। কিন্তু নারকেল যদি মন্দিরের চাতালে ভাঙতে দেওয়া হয়, তাহলে দালান ভেঙে যেতে পারে। তখন গ্রামের এক বয়স্ক লোক বলল, “কেন , আর একটা পাথর তো মাঠেই পড়ে রয়েছে, তাকে নিয়ে এলেই তো হয়! মন্দিরের বাইরে রেখে দিলে তার উপরেই না হয় লোকে নারকেল ভাঙবে ! “

 

সেইমতো , পাথরটি এনে মন্দিরের বাইরে রাখা হল। সবাই এসে মন্দিরের বাইরে রাখা প্রথম পাথরের উপর নারকেল ভাঙল , আর সেই জল দিয়ে দ্বিতীয় পাথর , অর্থাৎ মূর্তিটির পূজা করল। 

 

শিক্ষাঃ (জীবন বদলানোর 1 টি অসাধারণ গল্প )

 

প্রথম পাথরটা নিজেকে বদলাতে চাইল না, তার বদলে সারা জীবন কষ্ট পেতে হল। আর দ্বিতীয় পাথর ছ-টা মাস একটু বেশি কষ্ট সহ্য করল, কিন্তু তার জীবনটা পুরো বদলে গেল। আমরাও অনেক সময়  নিজেকে বদলাতে চাই, কিন্তু কষ্ট সহ্য করতে চাই না। আমরা চাই এমনি এমনি বদলে যাব । তাই, যদি নিজেকে বদলাতে চান —- নিজের মধ্যে দ্বিতীয় পাথরটিকে দেখতে শুরু করুন।।

আরও পড়ুন … … … … … … Comfort Zone থেকে বেরিয়ে আসুনঃ 1 best বাংলা motivational গল্প

 

Leave a Comment

Solverwp- WordPress Theme and Plugin