নিজেকে জানুনঃ উপরওয়ালা আমাদের প্রত্যেককেই কোন না কোন গুণ দিয়ে নীচে পাঠিয়েছেন । আমাদের দায়িত্ব হল সেই গুণটা খুঁজে বের করে সেইমত কাজ করা। কিন্তু আমরা বেশীরভাগ সময় সেই কাজটি করি না। আমরা সবসময় গতানুগতিক কাজ করতে ভালোবাসি । কিন্তু যদি আমরা কখনও নিজের মধ্যে উঁকি মারি, আমাদের মধ্যেকার গুণটি কি তা জানতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। কিন্তু আমরা সেটা জানার বা করার চেষ্টাই করি না। তাই আমরা অল্পতেই খুশি হয়ে জীবন কাটাতে থাকি। আসুন নীচের গল্প ” নিজেকে জানুন ” থেকে শিক্ষা নেওয়া যাক …… … …
নিজেকে জানুন (এক ভিখারী ও জহুরীর গল্প)
এক ভিখারী এক স্টেশনের সামনে প্রতিদিন ভিক্ষা করত। তার প্রতিদিনের কাজ ছিল সকালবেলা স্টেশনের সামনে একটা আসন পেতে বসে, হাতে একটা ময়লা বাটি নিয়ে ভিক্ষা করা, এবং সন্ধ্যায় বাড়ি ফেরা। প্রতিদিন যা কিছু সামান্য রোজগার হতো তা দিয়ে তার সংসার চলতো । এটা ছিল তার নিত্য দিনের কর্ম । এ কাজের অন্যথা হত না। কোনদিন ১০০, ২০০ টাকা বা কোন কোনদিন ৫০০ টাকা রোজগার হতো । এভাবেই তার দিন কাটতো ।
একদিন একটা লোক ট্রেন থেকে নেমে ভিখারীর সামনে এসে দাঁড়ালেন । পকেট থেকে এক হাজার টাকা বের করে ভিখারীকে বললেন , “এই নিন হাজার টাকা রাখুন আর আমাকে আপনার ওই বাটিটা দিন।” হঠাৎ হাজার টাকার অফার পেয়ে ভিখারী ঘাবড়ে গেল। সে সঙ্গে সঙ্গে না বলে দিল। এরপর লোকটা পকেট থেকে আরও হাজার টাকা বের করে তাকে বললেন, ” ঠিক আছে, তুমি দু হাজার টাকা রাখো আর তোমার বাটিটা আমায় দাও।” এটা শুনে ভিখারী আর লোভ সামলাতে পারলো না। সঙ্গে সঙ্গে লোকটার কাছ থেকে টাকাটা নিয়ে বাটিটা দিয়ে দিল, আর মনে মনে ভাবতে থাকলো “ এর মত বোকা লোক এর আগে আমি একটিও দেখিনি!” এদিকে বাটি নিয়ে লোকটা আর এক মুহূর্ত দেরী না করে ট্রেনে উঠে পড়লেন এবং ট্রেন স্টেশন ছেড়ে চলে গেল।
আসলে ঐ ভদ্রলোক ছিলেন এক জহুরী । তিনি দূর থেকেও ধুলো মাখা ওই বাটি দেখে চিনতে পেড়েছিলেন । বাটিটা ছিল একটা সোনার বাটি । ভিখারীর হাতে লক্ষ টাকার সোনার বাটি থাকা সত্ত্বেও সে সারা জীবন ভিক্ষা করে গেছে, সে সোনা চিনতে পারেনি। উল্টোদিকে ওই জহুরী ভদ্রলোক এক মুহূর্ত দেখেই সোনা চিনে নিয়ে মাত্র দুহাজার টাকা খরচ করে লক্ষ টাকা লাভ করেছেন।
শিক্ষা (নিজেকে জানুন)
গল্পটা আমাদের জীবনের সঙ্গেও জড়িয়ে আছে। আমাদের নিজেদের মধ্যেও সোনা আছে, কিন্তু আমরা সেটা চিনতে পারি না, বা চেনার চেষ্টাও করি না। যেদিন আমরা নিজেদের চিনতে পারবো , জানতে পারবো , সেদিন আমাদের জীবন বদলে যাবে। আসুন আমরা আমাদের নিজেদেরকে চেনার , জানার চেষ্টা করি। নিজেদের ভিতরের ক্ষমতা উপলব্ধি করার চেষ্টা করি। নিজেদের জীবন বদলে দেবার চেষ্টা করি।।
আরও পড়ুন … … … 3 Best Motivational short story শিক্ষামূলক ছোট গল্পঃ