প্রকৃতি থেকে শিক্ষা নেবার অনেক কিছু আছে। শুধু আমাদের চোখ কান খোলা রাখতে হবে। নীচের গল্প থেকে জানা যাবে যে জীবন শুধুমাত্র নেওয়ার জন্য নয়। আমরা সারা জীবন ধরে যে জ্ঞান , অর্থ , ভালবাসা, সন্মান ইত্যাদি অর্জন করি , তা যদি দিতে না শিখি , তাহলে জীবন, মৃত্যুর সমান। আসুন নিচের গল্প থেকে দেখা যাক প্রকৃতি থেকে কি শিক্ষা পাওয়া যায় … … …
প্রকৃতি থেকে শিক্ষাঃ A Tale of Two Seas ( দুই সাগরের গল্প)
প্রকৃতি থেকে শিক্ষাঃ মরু সাগর (Dead Sea) প্রকৃতপক্ষে কোন সাগর নয়, একটি হ্রদ, যা ইজরায়েলে অবস্থিত। এই হ্রদের জলের লবনক্ততা এতোই বেশি যে, এই জলের উপর একজন মানুষ সহজেই ভেসে থাকতে পারে। মরু সাগরের জলে 35 % লবন আছে, যা সাধারন সমুদ্রের জলের তুলনায় প্রায় 10 গুন বেশি। আর এই লবনাক্ততার জন্য মরুসাগরের জলে কোন জীবন নেই। না মাছ, না কোন উদ্ভিদ, না কোন সামুদ্রিক প্রাণী, সম্পূর্ণ জীবন হীন ।
The Sea of Galilee ( গ্যালিলী সাগর ) , মরু সাগরের উত্তর দিকে অবস্থিত এক সাগর । এই সাগরের জলে কিন্তু প্রচুর রঙ্গিন মাছ , প্রচুর সবুজ উদ্ভিদ আছে , আর এর চরিত্র মরু সাগরের সম্পূর্ণ বিপরীত ।
The Sea of Galilee এবং মরু সাগর, উভয় সাগরের জলের উৎস একই – জর্ডন নদী । তারা একই ভৌগোলিক অঞ্চলে অবস্থিত। তথাপি, একটাতে জীবনের ছড়াছড়ি , আর অপরটা মৃত । এটা কেন ?
এর সহজ উত্তরঃ জর্ডন নদী তার বিপুল জলরাশি নিয়ে The Sea of Galilee তে প্রবেশ করেছে , আবার সেখান থেকে জলরাশি নিয়ে বাইরে বেরিয়ে এসেছে । অর্থাৎ এই সাগরে যেমন জল প্রবেশ করেছে , তেমনি জল বাহির হয়েছে। তাই এখানকার জলরাশিতে প্রাণ এবং সবুজের সমারহ। অন্যদিকে , মরু সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক নীচে অবস্থান করায় , এর জল নির্গমনের কোন পথ নেই । জর্ডন নদী তার বিপুল জলরাশি নিয়ে মরু সাগরে প্রবেশ করেছে, কিন্তু বাইরে বের হয়নি। প্রতিদিন রাশি রাশি জল বাষ্পীভূত হয়ে এতটাই লবনাক্ত হয়ে গিয়েছে যে তা প্রাণ ধারনের অযোগ্য । অর্থাৎ, মরু সাগর জর্ডন নদী থেকে জল নিয়েছে , দেয়নি , ধরে রেখেছে। ফলস্বরুপ সেই জলে কোন জীবন জন্মায়নি ।
শিক্ষাঃ প্রকৃতি থেকে শিক্ষা
এই গল্পের মাধ্যমে আমরা প্রকৃতি থেকে একটা শিক্ষা পেলাম যে, জীবনের অর্থ শুধু নেওয়া নয়, দেওয়াও। ঠিক Sea of Galilee এর মত। আমরা যদি জীবনে অর্থ , জ্ঞান , ভালবাসা , সন্মান ইত্যাদি পাই , তাহলে সত্যই আমরা ভাগ্যবান । কিন্তু যদি সেগুলো কাউকে না দিতে পারি , তাহলে আমাদের জীবন মরু সাগরের মতই নিশ্চল ও নির্জীব হয়ে যাবে।
আরও পড়ুন … … … কাজের অভ্যাস চালিয়ে যানঃ 1 টি সেরা অনুপ্রেরণার গল্পঃ
আরও পড়ুন … … … অহংকার পতনের কারনঃ শ্রেষ্ঠ অনুপ্রেরণার গল্পঃ
আরও পড়ুন … … … নিজের কাজকে ভালবাসুনঃ অনুপ্রেরণার গল্প