বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প – 5 টি Best story

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প : ছোটরা জাতির  ভবিষ্যৎ । তাদের সুন্দরভাবে তৈরি না করলে জাতি ধ্বংস হয়ে যাবে। এমনিতেই social media-র  কুপ্রভাব ছোটদের মনে থাবা বসাতে শুরু করেছে। তার ওপর আধুনিক যুগের বাবা-মা রা তাদের ছেলেমেয়েদের কেরিয়ার নিয়ে এতটাই চিন্তিত এবং ব্যস্ত যে, তারা তাদের সন্তানদের সাধারন নৈতিক জ্ঞানের শিক্ষা দিতে পারে না। ফলে ছেলেমেয়েরা ভাল ছাত্র তৈরি হচ্ছে, ভাল ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, ভাল ডাক্তার তৈরি হচ্ছে , কিন্তু ভাল মানুষ হতে পারছে না। তাই আমাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে  বাচ্চাদের নৈতিক জ্ঞানের শিক্ষা দিয়ে মানুষ করে তুলতে হবে। আসুন নিচের 5টি বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প থেকে শিক্ষা নেওয়া যাক … … …

Table of Contents

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প
বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প(১) সামুরাইয়ের বোধোদয়

 

প্রাচীন জাপানে এক নামকরা সামুরাই ছিলেন। তিনি একদিকে যেমন তাঁর সাহস এবং যুদ্ধকৌশলের জন্য বিখ্যাত  ছিলেন, তেমনি অপরদিকে তাঁর রাগের জন্য কুখ্যাত ছিলেন। একদিন তিনি স্বর্গ ও নরক এই দুইএর মধ্যে পার্থক্য কি আছে তা জানার জন্য পাহাড়ের উপর এক নির্জন মন্দিরের সন্যাসীর কাছে গেলেন। 

সন্যাসী বললেন, “সামুরাই, স্বর্গ ও নরক কি, তার গভীর ব্যাখ্যা জানার যোগ্যতা এখনও আপনার হয়নি। দয়া করে আপনি এখন আসতে পারেন।” 

সন্যাসীর কথা শুনে সামুরাই রাগে লাল হয়ে কোমর থেকে তরবারি খুলে সন্যাসীকে মারতে উদ্যত হলেন। 

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প
বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প

 

শান্ত কণ্ঠে সন্যাসী বললেন, “এটাই হল নরক।” 

সামুরাই থেমে গেলেন। তাঁর রাগ কমে এল। তিনি সন্যাসীর কথার মর্মার্থ বুঝতে পারলেন। তাঁর নিজের রাগ তাঁর মনকে এমন এক নারকীয় পর্যায়ে নিয়ে গিয়েছিল যে, তিনি কোন কিছু বিচার না করেই হিংস্র হয়ে উঠেছিলেন । 

সামুরাই লজ্জা পেলেন। তরোয়ালটি খাপের মধ্যে ভরলেন এবং সন্যাসীর সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা স্বীকার করলেন।

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প
বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প

 

সন্যাসী শান্ত গলায় বললেন, “এটিই হল স্বর্গ ।” 

সামুরাই বুঝতে পারলেন যে স্বর্গ ও নরক কোন পার্থিব জায়গা নয়, এগুলি হল আমাদের মনের দুই অবস্থা, যা আবেগ এবং কার্য দ্বারা নিয়ন্ত্রিত হয়। রাগ এবং হিংস্রতা আমাদের নরকের দিকে নিয়ে চলে এবং নম্রতা ও ক্ষমা আমাদের স্বর্গের পথ দেখায়।। 

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প– “সামুরাইয়ের বোধোদয়” থেকে শিক্ষাঃ   

আপনার মনই আপনাকে স্বর্গে ও নরকে নিয়ে যেতে পারে। তাই আপনার মনকে নিয়ন্ত্রন করতে শিখুন।। 

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প – (২) অদৃশ্য ফাটল

 

প্রাচীন চীন দেশের সাধারন মানুষেরা বারবার শত্রুর দ্বারা আক্রান্ত হতে একটা সমান্তরাল নিরাপত্তার প্রয়োজনীয়তা অনুভব করল। ফলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হল The Great Wall of China— ইঞ্জিনিয়ারিং-এর এক স্মরণীয় নিদর্শন । ২৪০০ কিলোমিটার বিস্তৃত , ৩০ ফুট উঁচু এবং ১৮ ফুট চওড়া এক দুর্ভেদ্য নিরাপত্তা বলয়, যা ভেদ করা বা টপকানো কোন শত্রুর পক্ষেই সম্ভব ছিল না।

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প
বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প

 

কিন্তু, এটি তৈরির একশত বছরের মধ্যে তিন তিনবার বিদেশী আক্রমণকারীরা অনায়াশে চীনে প্রবেশ করে লুঠতরাজ চালায় । না, চীনদেশে প্রবেশ করার জন্য বিদেশী শত্রুদের The Great Wall of China ভাঙতে বা টপকাতে হয়নি। কিন্তু তবুও ,  তারা সহজেই প্রবেশ করতে পেরেছিল, —– কারন, —  দুর্নীতি । অনুপ্রবেশকারীরা শুধুমাত্র দরজার প্রহরীদের ঘুষ দিয়ে ভিতরে ঢুকেছিল ।

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প
বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প

 

চীনের লোকেরা শুধুমাত্র একটা বিশালাকার দেওয়াল তৈরি করে  নিরাপদে থাকতে চেয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে, নিরাপদে থাকতে গেলে তাদের ছেলেমেয়েদের মনে জাতীয়তাবাদ আর সততার বীজ বপন করতে হবে।।

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প – “অদৃশ্য ফাটল” থেকে শিক্ষা 

দেশের বা দশের নিরাপত্তার জন্য আগে আমাদের নৈতিক ভিত শক্ত করতে হবে।।

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প – (৩) পোশাকের জ্ঞান 

 

এক বিদ্বান ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে তাঁর জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। তিনি এক শহরে এসে উপস্থিত হলেন। সেখানে এক হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছিল। হোটেলটিতে প্রথমবার যিনি আসতেন তাঁর জন্য বিনামূল্যে খাবারের ব্যাবস্থা থাকত । ঐ বিদ্বান ব্যক্তি তাঁর অতি সাধারণ পোশাকে হোটেলে প্রবেশ করলেন এবং অপেক্ষা করতে থাকলেন , এই বুঝি তাঁকে সাদরে অভ্যর্থনা জানানো হবে! কিন্তু সেসব কিছুই হল না। তিনি বুঝলেন এটা তাঁর অতি সাধারণ পোশাকের  জন্যই হয়েছে। হোটেলের ম্যানেজার তাঁর পোশাক দেখে তাঁকে বিনামূল্যে খাবার পরিবেশনের কথা ভাবতেই পারেননি । 

হোটেল ম্যানেজারকে শিক্ষা দেবার উদ্দেশ্যে তিনি পরের দিন নতুন এবং সুন্দর পোশাক পরে হোটেলে প্রবেশ করলেন। এইবার ম্যানেজার তাঁকে সাদরে অভ্যর্থনা জানিয়ে খেতে বসালেন। রান্নার ভালো ভালো পদ তাঁকে পরিবেশন করা হল। কিন্তু সবাইকে অবাক করে ঐ বিদ্বান ব্যক্তি একটি একটি করে সমস্ত খাবার নিজের পোশাকে ফেলতে লাগলেন। 

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প
বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প

 

হতবম্ব হয়ে ম্যানেজার এইরূপ ব্যবহারের কারন জানতে চাইলেন। 

বিদ্বান ব্যক্তি বললেন, যেহেতু ম্যানেজার তাঁকে আগের দিন পুরানো জামাকাপড় পড়ার কারনে খাবার পরিবেশন করেননি, তাই তিনি ভেবেছেন খাবারগুলো তাঁর জন্য নয় —- তাঁর নতুন জামাকাপড়ের জন্য।। 

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প – “পোশাকের জ্ঞান” থেকে শিক্ষা 

পোশাক দেখে কাউকে বিচার কোরো না।। 

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প – (৪) স্বপ্নের ভঙ্গুরতা 

 

এক মহিলা একটি ডিম কুড়িয়ে পেলেন। তিনি ডিমটি খেয়ে নেওয়ার পরিবর্তে কিভাবে সেটিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে  তা থেকে ভালো টাকা আয় করা যায়, মনে মনে তার পরিকল্পনা করতে লাগলেন । তিনি তাঁর তিন সন্তানকে ডাকলেন এবং তাদের সাথে আলোচনা শুরু করলেন।

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প
বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প

 

আলোচনা চলতে থাকল। মহিলা বললেন, তিনি প্রথমে ডিমটি তাঁর প্রতিবেশীর হ্যাচারিতে নিয়ে যাবেন । সেখানে ঐ ডিম থেকে এক মুরগী ছানার জন্ম হবে। সেটিকে বড় করবেন। তা থেকে অনেক ডিম পাবেন, এবং সেইমতো অনেক ছানাও  পাবেন। সেই ছানা ও ডিম বাজারে বিক্রি করে একটা বাছুর কিনবেন। সেটিকে বড় করবেন। সেই গরু থেকে আবার বাছুর হবে এবং এইভাবে তাঁর অনেক গরু হয়ে যাবে। এইভাবে একটা ছোট্ট ডিম থেকে তাঁরা একটা খামারের মালিক হয়ে উঠবেন। 

এই পরিকল্পনা করতে করতে মহিলা তাঁর ভবিষ্যতের  স্বপ্নে বিভোর হয়ে উত্তেজিত হয়ে উঠলেন এবং দুর্ভাগ্যবশতঃ ডিমটা তাঁর হাত থেকে পড়ে ভেঙে গেল।। 

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প
বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প – “স্বপ্নের ভঙ্গুরতা” থেকে  শিক্ষা 

স্বপ্ন দেখা এবং সেই সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করা ভালো , কিন্তু সঙ্গে সঙ্গে বর্তমানের দিকেও নজর দিতে হবে। উচ্চাকাঙ্ক্ষা এবং বাস্তবতা দুটোর মধ্যে সামঞ্জস্য থাকলে তবেই স্বপ্ন সফল হবে।। 

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প – (৫) সুখ এবং লোভ

 

স্মিথ এবং তার শিক্ষক একটা খেলার মাঠের পাশে দাঁড়িয়ে বাচ্চা ছেলেমেয়েদের খেলা দেখছিলেন। বাচ্চারা আনন্দের সঙ্গে খেলা করছিল। স্মিথ তার শিক্ষককে জিজ্ঞেস করল, কেন বড়রা চাইলেও এই বাচ্চাদের মতো আর আনন্দ করতে পারে না?

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প
বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প

 

শিক্ষক স্মিথের কথা শুনে মুচকি হাসলেন । একটু ইতস্তত করে তিনি পকেটে হাত ঢুকিয়ে একমুঠো মুদ্রা বাচ্চাদের দিকে ছুঁড়ে দিলেন।

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প
বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প

 

মুহূর্তে বাচ্চাদের খেলাধুলা থেমে গেল। তারা প্রত্যেকে , একে অপরকে ঠেলাঠেলি করে মুদ্রা পেতে চাইল । এমনকি তাদের  মধ্যে ঝগড়া ও মারামারি পর্যন্ত শুরু হল।

শিক্ষক স্মিথকে বললেন, দেখলে, ছেলেদের সুন্দর, নিস্পাপ খেলেধুলা শুধুমাত্র  লোভের কারনে এক বিপর্যয়ে পরিনত হল।।

 

বাচ্চাদের জন্য সেরা নৈতিক গল্প – “সুখ ও লোভ” থেকে শিক্ষা 

প্রকৃত সুখ লুকিয়ে আছে সরলতা এবং তৃপ্তির মধ্যে। অতিরিক্ত পাওয়ার নেশা সুখকে আচ্ছাদিত করে।। 

 

আরও পড়ুন … … … অনুপ্রেরণার গল্পঃ আপনার ব্যবহারই আপনার পরিচয়ঃ best story

 

 

Leave a Comment

Solverwp- WordPress Theme and Plugin