ব্যর্থতা জীবনের শেষ কথা নয়ঃ সফল হওয়া সহজ কাজ নয়। জীবনে সফল হতে গেলে বহুবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়। সফল হতে হলে জীবনে ব্যর্থতা যেন অবশ্যম্ভাবী । তারপরও অনেকেই ব্যর্থতাকে নিয়তি মনে করে সরে পড়েন । মনে রাখতে হবে ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। যারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উৎসাহে সামনে এগিয়ে যান , তারাই সফল হন। আসুন নীচের গল্প থেকে শিক্ষা নেওয়া যাক … … … … …
ব্যর্থতা জীবনের শেষ কথা নয়ঃ এক রাজার কাহিনীঃ
একবার এক রাজা জঙ্গলে এক সাধুর সাথে মিলিত হলেন। সাধু রাজাকে একটা আংটি দিয়ে বললেন, ” এই আংটিতে জীবন রক্ষক ঔষধি আছে। আপনি এটা তখনই প্রয়োগ করবেন, যখন আপনার এমনটা মনে হবে যে , সবকিছু শেষ হয়ে পড়েছে ।”
এর কয়েক বছর পর রাজা এক যুদ্ধে হেরে নিজের রাজ্য হারিয়ে ফেললেন। ওনার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না। উনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেন ।
রাজা পাহাড়ের চুড়োয় গিয়ে পৌঁছলেন । উনি সেখান থেকে নীচে লাফিয়ে পড়তে যাবেন , এমন সময় সাধুর দেওয়া আংটির ওপর ওনার নজর পড়ল । উনি আংটি থেকে ঔষধি বের করতে গেলেন। কিন্তু সেখান থেকে একটা চিরকুট বেরিয়ে এল, যার উপর লেখা ছিল —— “এটাও কেটে যাবে।”
রাজা বুঝলেন যে তিনি ভুল করতে চলেছিলেন । ওনার ভিতরের শক্তি জাগ্রত হয়ে উঠল । আর এবার উনি নিজের হারানো রাজত্ব ফিরে পাওয়ার জন্য রণনীতি তৈরি করতে লাগলেন।
শিক্ষাঃ (ব্যর্থতা জীবনের শেষ কথা নয়)
ব্যর্থতা কখনো স্থায়ী হয় না। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সঠিক রণনীতি তৈরি করলে সফলতা আসতে বাধ্য ।।