সফলতার সূত্রঃ আমরা প্রত্যেকেই জীবনে সফল হতে চাই। জীবনের সফলতা নির্ভর করে আমাদের চারিত্রিক বৈশিষ্ট আর বেশ কিছু অভ্যাসের উপর। জীবনে সফল হতে হলে সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ রূপে ফুটে ওঠার জন্য আমাদের মধ্যে থাকা নেতিবাচক ও অনাবশ্যক চিন্তাধারাকে পরিত্যাগ করতে হবে। আসুন নিচের গল্প থেকে সফলতার প্রথম সুত্র ( ভালো মানুষ হতে হবে) খুঁজে নেওয়া যাক … … …
সফলতার সূত্রঃ (ভালো মানুষ হতে হবে) এক মূর্তিকারের গল্পঃ
একবার এক রাজা এক মূর্তিকারকে বললেন যে, তিনি পাথর থেকে মূর্তি তৈরি করা দেখতে চান । এটা শুনে মূর্তিকার রাজার সামনেই একটি পাথরকে এদিক ওদিক কেটে মূর্তির আকার প্রদান করতে লাগল ।
কিছুক্ষন বাদে রাজা বললেন, ” আমি তো তোমাকে পাথর থেকে মূর্তি তৈরি করতে বলেছিলাম … … … , তুমি পাথরটাকে নষ্ট করছ কেন? ”
মূর্তিকার বলল, ” হুজুর, আমি মূর্তি তৈরি করি না । এই পাথরটার মধ্যেই এক সুন্দর মূর্তি লুকিয়ে রয়েছে । আমি কেবল পাথরের ফালতু অংশগুলোকে সরিয়ে দিই , মূর্তি আপনা থেকেই সামনে এসে উপস্থিত হয়।”
শিক্ষা (সফলতার সূত্র)ঃ
সবকিছু আপনার ভিতরেই লুকিয়ে রয়েছে — আপনাকে কেবল অনাবশ্যক বস্তু সরাতে হবে। প্রত্যেক মানুষের মধ্যেই একটা সুন্দর মানুষ লুকিয়ে আছে। আমরা যদি আমাদের মধ্যেকার অনাবশ্যক চিন্তাধারাগুলোকে সরিয়ে দিতে পারি, তবে আমাদের মধ্যে থাকা ভালো মানুষটা আপনা থেকেই বেড়িয়ে আসবে।।
আরও পড়ুন ব্যর্থতা জীবনের শেষ কথা নয়ঃ অনুপ্রেরণার গল্পঃ
Зеркало казино Азино 777: доступ к играм без ограничений
Casino Azino 777 https://www.casinoazino777-official.ru .