সাফল্য ধরে রাখার মন্ত্র – 1 best story : সাফল্য অর্জন করার পথ খুব একটা সহজ নয়। সফল হতে হলে একজনকে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক শত্রুর সাথে মোকাবিলা করতে হয়। সবচেয়ে বেশি যার সাথে মোকাবিলা করতে হয় সেটা হল তার মন। আপনার দক্ষতা আপনাকে সফল করে তোলে , কিন্তু আপনি কতদিন সেই সাফল্য ধরে রাখতে পারবেন তা নির্ভর করে আপনার চরিত্রের উপর।
সফল হবার পথে আমাদের চোখ এবং মন উভয়ই লক্ষের দিকে স্থির থাকে। কিন্তু যখন আমরা লক্ষে পৌঁছে যায় তখন সাফল্যের সুফল আমাদের বিপথে যাবার প্রেরণা দেয়। তখনই দরকার একটা সুস্থ চরিত্রের , যেটা আমাদের বিপথে যাওয়া থেকে আটকাতে পারে। আসুন, সাফল্য ধরে রাখার মন্ত্র – 1 best story থেকে শিক্ষা নেওয়া যাক … … …
সাফল্য ধরে রাখার মন্ত্র – 1 best story
সাফল্য ধরে রাখার মন্ত্র – 1 best story ( রাজা নহুষের গল্প )
নহুষ ছিলেন চন্দ্র বংশের এক বিখ্যাত রাজা। তিনি খুব অল্প বয়সেই গুরু বশিষ্ঠের কাছে বেদ শিক্ষা লাভ করেছিলেন। তিনি একশত অশ্মমেধ যজ্ঞ করেছিলেন , এই কারনে সারা পৃথিবী এমনকি স্বর্গেও তাঁর খ্যাতি ছড়িয়ে পরেছিল।
এদিকে বৃত্রাসুরকে হত্যা করার পর দেবরাজ ইন্দ্র তাঁর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য স্বর্গরাজ্য ছেড়ে কোন গভীর অরণ্যে সাধনায় মগ্ন হয়ে পরেন। তাই স্বর্গে এক রাজার দরকার হয়ে পরে।
গুরু বৃহস্পতির পরামর্শে অগ্নি, বায়ু প্রভৃতি দেবতারা রাজা নহুষের কাছে আসেন কিছুদিনের জন্য দেবরাজ ইন্দ্রের স্থলাভিসিক্ত হবার অনুরোধ জানাতে।
প্রথমে স্বর্গে যেতে অস্বীকার করলেও , পরে সকলের অনুরোধে রাজা নহুষ স্বর্গের রাজা হতে রাজি হন। তবে তিনি দেবতাদের উদ্দেশ্যে বলেন , ” আমার মতো একজন মানুষ , যার কোন ক্ষমতাই নেই , সে কিভাবে ইন্দ্রের মত সফল ভাবে স্বর্গরাজ্য শাসন করতে পারবে?”
বায়ু উত্তরে বললেন, ” এটা কোন সমস্যাই নয়। আমরা সমস্ত দেবতারা আপনাকে মায়াবলে আমাদের সমস্ত ক্ষমতা প্রদান করব , এবং আপনি ইন্দ্রের মতোই এক অজেয় ক্ষমতাশালী রাজায় পরিনত হবেন ।”
এরপর নহুষ রাজা হতে রাজি হলে প্রচণ্ড ধুমধামের সাথে তাঁকে স্বর্গের রাজা বানানো হল। নহুষ যোগ্যতার সাথে স্বর্গরাজ্য শাসন করতে লাগলেন । দেবতারা এটা ভেবে খুশি হলেন যে, তাদের রাজা নির্বাচন সঠিক ছিল।