1 টি অসাধারণ গল্প সুযোগের সদ্ব্যবহারঃ এখানে আপনি এমন এক Motivational Story পাবেন যা আপনাকে আনন্দ দেবার সাথে সাথে একটা শিক্ষা ও দেবে। আমরা জানি আমাদের জীবনে সুযোগ খুব বেশি আসে না। কিন্তু সুযোগ এলে তা হাতছাড়া করা বোকামি । পরে আফসোস করতে হয়। .আসুন সেই অসাধারণ গল্প সুযোগের সদ্ব্যবহার থেকে শিক্ষা নেওয়া যাক … … …
1 টি অসাধারণ গল্প সুযোগের সদ্ব্যবহারঃ (বানরের গল্প )
এক জঙ্গলের এক গাছে কিছু বানর বসবাস করত । সেই গাছের নীচেই একটা পাতকুয়া ছিল যেটি জলে পূর্ণ ছিল । জঙ্গলের শান্ত , স্নিগ্ধ পরিবেশে এক সাধু অন্য এক গাছের নীচে সাধনায় মগ্ন ছিলেন ।
দিনটি অন্য যে কোনও দিনের মতই সাধারণ ছিল । বানরেরা গাছের উপর লাফালাফি করে খেলা করছিল । এমন সময় বনের স্নিগ্ধতা ভঙ্গ করে এক আকাশবাণী শোনা গেল , “ ৫ মিনিট পর আকাশে একটা বিদ্যুৎ ঝলক দেখা যাবে । যে বানর ঐ ঝলক দেখার সাথে সাথেই পাতকুয়ার জলে ঝাঁপ দেবে সে এক সুন্দর মানুষে পরিণত হবে এবং সে–ই হবে এই রাজ্যের ভবিষ্যতের রাজা । “
বানরেরা এটা শোনার পর খেলা থামিয়ে একে অপরের মুখ চাওয়া চাওয়ী করতে লাগল । সাধুবাবা ধ্যান থামিয়ে কি ঘটে দেখতে লাগলেন । এমন সময় আকাশের বুক চিড়ে বিদ্যুতের ঝলক দেখা গেল । ঝলক দেখার সাথে সাথেই এক বানর পাতকুয়ার জলে ঝাঁপিয়ে পড়ল । অন্যগুলো দেখতে লাগল । কয়েক মিনিট পর সবাই দেখল পাতকুয়া থেকে এক সুন্দর , সুশ্রী যুবক উঠে আসছে । এটা দেখার পর আরও কিছু বানর জলে ঝাঁপিয়ে পড়ল , কিন্তু তাদের দেহের কোন পরিবর্তন হল না ।
এবার সাধুবাবা এগিয়ে এলেন । বানরদের জিজ্ঞাসা করলেন , তোমাদের বানর থেকে মানুষ হবার একটা দারুণ সুযোগ ছিল , কিন্তু তোমরা জলে ঝাঁপ না দিয়ে সে সুযোগ হারালে , কেন ? বানরেরা বলল , সাধুবাবা, আসলে আকাশবাণীর কথা আমাদের বিশ্বাসই হয়নি , তাই আমরা জলে ঝাঁপ দিইনি । এবার সাধুবাবা যুবককে বললেন , তাহলে তুমি ঝাঁপালে কেন ? যুবক বলল , সাধুবাবা আমারও বিশ্বাস হয়নি , তবে , আমি ভাবলাম , ঠিক আছে , ঝাঁপ দিয়ে দেখিই না কি হয় , মানুষ না হলেও আমি তো বানরই থাকব , অন্য কিছু তো আর হয়ে যাব না ! তাই আমি ঝাঁপিয়ে পরলাম । অপর বানরেরা যারা পরে ঝাঁপ দিয়েছিল তারা বলল , সাধুবাবা , আমরা যখন দেখলাম আকাশবাণীটি সত্য ছিল , তখন জলে ঝাঁপিয়ে পরেছিলাম , কিন্তু কিছুই হল না !
শিক্ষাঃ 1 টি অসাধারণ গল্প সুযোগের সদ্ব্যবহারঃ
সবারই জীবন পরিবর্তনের সুযোগ আসে। সুযোগ চিনে নিতে হয়। সুযোগকে কাজে লাগাতে হয়। তা না হলে পরে আফসোস করতে হয়।
আরও পড়ুন … … … অহংকার পতনের কারনঃ শ্রেষ্ঠ অনুপ্রেরণার গল্পঃ
আরও পড়ুন … … … 1 টি best বাংলা motivational story : অসম্ভব বলে কিছুই নেই