2 Motivational Story: শিক্ষামূলক গল্পঃ

2-motivational-story-শিক্ষামূলক-গল্পঃ এখানে দুটো গল্প পাবেন যা থেকে দুটো শিক্ষা পাওয়া যাবে। গল্পগুলো পড়ুন , তা থেকে মর্মার্থ অনুধাবন  করুন, আর সেগুলো আপনার জীবনে Follow করুন। আমি চাই , গল্পগুলো আপনি অন্যদের শুনিয়ে তাদেরও অনুপ্রাণিত করুন। Let’s start reading 2-motivational-story-শিক্ষামূলক-গল্পঃ  

 

2-motivational-story-শিক্ষামূলক-গল্পঃ NO 1 : গ্লাস নামিয়ে রাখুনঃ 

 

2-motivational-story-শিক্ষামূলক-গল্পঃ

 

একদিন একজন শিক্ষক তাঁর হাতের তালুতে এক গ্লাস জল নিয়ে তাঁর হাতটি প্রসারিত করে তাঁর ছাত্রদের জিজ্ঞাসা করলেন , “এই জল  ভর্তি গ্লাসের ওজন কত বলে তোমাদের মনে হয় ?” 

৫০০ গ্রাম বা ৬০০ গ্রাম হবে, ছাত্ররা উত্তর দিল। 

আচ্ছা, যদি আমি এইভাবে আমার হাতে এই গ্লাসটা ৩ মিনিট বা ৪ মিনিট ধরে থাকি,  তাহলে কি হবে? 

কিছুই হবে না, সবাই সমস্বরে জবাব দিল।

আচ্ছা , যদি এটা আমি এক ঘণ্টা ধরে রাখি  তাহলে কিছু হবে কি? 

সবাই বলল, হ্যাঁ স্যার, আপনার হাতে  ব্যথা করতে শুরু হয়ে যাবে। 

শিক্ষক মহাশয় বললেন,  ঠিক বলেছ,  আর যদি আমি এটা সারাদিন ধরে থাকি তাহলে কি হবে বলতে পার ? 

আপনার হাত অবশ হয়ে যাবে, হাতে কোন শক্তি থাকবে না , এবং শেষে আপনার হাত Paralyzed হয়ে যাবে,  ছাত্ররা বলল।

Yes, তোমরা ঠিক বলেছ। কিন্তু, একটা জিনিস লক্ষ করে দেখ, প্রতিটি ক্ষেত্রে জল ভর্তি গ্লাসের ওজন কিন্তু একই আছে। অর্থাৎ দেখা যাচ্ছে,   একই ওজনের গ্লাস বেশীক্ষণ হাতে ধরে রাখলে আমাদের কষ্ট বাড়তে থাকে। তাই  আমাদের উচিৎ , গ্লাস নামিয়ে রাখা।

 

শিক্ষাঃ এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম ? আমাদের জীবনে সমস্যা আর দুঃখ হল ঐ জল ভর্তি গ্লাসের মত । এই দুঃখ দুর্দশার কথা কিছুক্ষনের জন্য ভাবুন, কিছুই ঘটবে না। একটু দীর্ঘ সময় দিয়ে ভাবুন, আপনি আঘাত পেতে শুরু করবেন, আর সারাদিন ধরে ভাবলে, আপনি শেষ হয়ে যাবেন । তাই দুঃখ ও সমস্যার কথা বেশিক্ষন মনে রাখতে নেই । ব্যর্থতা ও সম্পর্কের ক্ষেত্রেও এটি সত্য। 

 

2-motivational-story-শিক্ষামূলক-গল্পঃ NO 2: দরজা খুলে রাখুনঃ

 

2-motivational-story-শিক্ষামূলক-গল্পঃ

 

আমরা যখন কোন বড় অফিস বা কোন বড় হোটেলে ঢোকার জন্য দরজার দিকে এগিয়ে যায় , তখন দেখি দরজার ভিতরে দাঁড়িয়ে এক ব্যক্তি দরজা খুলে দিয়ে আমাদের Welcome জানাচ্ছেন। তখন  আমরা মনে মনে একটা Feel Good অনুভব করি, তাই নয় কি? ঐ  ব্যক্তি আমাদের সম্পূর্ণ অপরিচিত একজন ,  কিন্তু তার এই একটা কাজ আমাদের কত আপন করে নেয়। আচ্ছা, আমরা কখনও কাউকে এইভাবে welcome জানিয়েছি কি?

পৃথিবীতে দুধরনের লোক  আছে। এক শ্রেণির লোক  আছে , যারা , ঠেলে দরজা খোলে , হেঁটে এগিয়ে যায় এবং দরজাকে পিছন দিকে ঠেলে বন্ধ করে দেয়। পৃথিবীর জনসংখ্যার ৯৯% ই এই শ্রেণীর মধ্যে পরে। আর বাকি ১% লোক হল তারা, যারা , দরজা ঠেলে ভিতরে ঢোকে, তারপর সেই দরজা ধরে রেখে পরের জনকে ভিতরে ঢুকতে সাহায্য করে। দরজা খুলে ধরে রাখতে শিখুন, এবং ঐ ১% লোকের দলে আপনার নাম লেখান।

 

শিক্ষাঃ দরজা খুলে রাখা (Holding the Door open) শুধুমাত্র যে একটা ভাল ব্যবহার তা নয়, এটা একটা ভাল মানসিকতার পরিচয় । এটা বোঝায়,  আপনি  একজন Caring Person , এবং আপনি শুধু আপনার উন্নতিই চান না, আপনি অপরের উন্নতিতে সাহায্যও  করতে চান। 

 

 

Leave a Comment

Solverwp- WordPress Theme and Plugin