3 Best Motivational short story শিক্ষামূলক ছোট গল্পঃ

3-best-motivational-short-story-শিক্ষামূলক-ছোট-গল্পঃ নীচে তিনটে স্বাভাবিক ঘটনা আলোচনা করা হল, যেগুলো গল্প নয়, তবে ঘটনাগুলো থেকে শিক্ষা নেবার অনেক কিছু আছে। let’s start reading those 3-best-motivational-short-story-শিক্ষামূলক-ছোট-গল্পঃ

 

3-best-motivational-short-story-শিক্ষামূলক-ছোট-গল্পঃ NO 1: জঙ্গলের রাজাঃ

 

3-best-motivational-short-story-শিক্ষামূলক-ছোট-গল্পঃ

 

জঙ্গলের মধ্যে সবচেয়ে বড় ( Biggest) পশু কে ? উত্তরঃ হাতি।

সবচেয়ে লম্বা (Tallest) পশু কে ? উত্তরঃ জিরাফ

সবচেয়ে বুদ্ধিমান ( Wisest) পশু কে ? উত্তরঃ শিয়াল।

আচ্ছা , জঙ্গলের মধ্যে সবচেয়ে দ্রুতগামী ( Fastest Runner) পশু কে? অবশ্যই চিতা ।

তাহলে জঙ্গলের রাজা সিংহ কেন? সিংহ হাতির মত শক্তিমান নয়, জিরাফের মত লম্বা নয়, শিয়ালের মত বুদ্ধিমান নয়, চিতার মত জোরে দৌড়তেও পারে না, তথাপি সিংহ হল বনের রাজা। এর কারণ হল, সিংহের সাহস । সিংহ হল প্রচণ্ড সাহসী । যে কোন Challenge কে মোকাবিলা করার সাহস সিংহের আছে। এছাড়া সিংহের আছে আত্মবিশ্বাস । সিংহের এই আত্মবিশ্বাস আর সাহসিকতার জন্যই সিংহ হল বনের রাজা।

 

শিক্ষাঃ আপনাকে সফল হতে হলে খুব বেশি বুদ্ধিমান হবার  , বা চালাক হবার, বা জ্ঞানি হবার দরকার নেই, যেটা দরকার তা হল আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস। 

আরও পড়ুন … … … 10 Best Bengali Motivational Speeches: শিক্ষামূলক উক্তিঃ

3-best-motivational-short-story-শিক্ষামূলক-ছোট-গল্পঃ NO 2 : হরিণ ও বাঘঃ

 

 

3-best-motivational-short-story-শিক্ষামূলক-ছোট-গল্পঃ

 

হরিণের ছোটার গতি ঘণ্টাই ৯০ কিলোোমিটার, যেখানে বাঘের গতি ঘণ্টাই ৬০ কিলোমিটার । তবুও বাঘ হরিণকে শিকার করে, হরিন কোনভাবেই বাঘের গতির সামনে পেরে ওঠে না। এর কারণ কি ? কারণ , বাঘ যখন হরিণকে তারা করে তখন হরিন দৌড়তে শুরু করে।  কিন্তু সে ভাবে আমি বাঘের তুলনায় দুর্বল , তাই বাঘ যদি আমাকে ধরে ফেলে তাহলে আমি মারা যাবো । এই ভয়ে হরিন বারবার পিছন দিকে দেখতে থাকে, তখন তার গতি কমে যায় এবং সে বাঘের হাতে ধরা পরে ।

 

শিক্ষাঃ নিজেকে কখনও দুর্বল ভাবতে নেই। আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভালো গুন (strong point)  আছে। সেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের সমস্ত দুর্বলতাকে ঢেকে দিয়ে জীবন যুদ্ধে জয়ী হতে পারব। 

আরও পড়ুন … … … 10 টি best শিক্ষামূলক গল্প

3-best-motivational-short-story-শিক্ষামূলক-ছোট-গল্পঃ  NO 3: দাবার বোড়ে ( A pawn in Chess) :

 

3-best-motivational-short-story-শিক্ষামূলক-ছোট-গল্পঃ

 

আমরা যারা দাবা খেলি তারা জানি, দাবার বোড়ে সামনের দিকে মাত্র একঘর এগোতে পারে। বোড়ে পিছাতেও পারে না , এমনকি কোনাকুনিও যেতে পারে না ।  বোড়ের সামনে যদি কোন ঘুঁটি থাকে তাহলে বোড়ে আর এগোতেই পারবে না,  সারাক্ষন একই জায়গায় আটকে পরবে। কিন্তু, একপা একপা করে এগোতে এগোতে বোড়ে যখন শেষ ঘরে পৌঁছে যাবে , তখন খেলার নিয়ম অনুযায়ী বোড়ে রানীতে পরিনত হবে ( The pawn can become a queen) । 

সুতরাং, দাবা খেলার সময় মোটেই বোড়েকে অবহেলা করা উচিৎ নয়, কারণ একটি বোড়ের মধ্যে রানীতে পরিনত হবার ক্ষমতা আছে।

 

শিক্ষাঃ আমাদের জীবনে কখনই কাউকে উপেক্ষা বা অবহেলা করা উচিৎ  নয়, কারণ কার মধ্যে কি ক্ষমতা লুকিয়ে আছে তা আমরা কেউ জানি না। 

আরও পড়ুন … … … সুখী হবার সূত্র 1ঃ যক্ষ ও যুধিষ্ঠিরের প্রশ্নোত্তর থেকে শিক্ষা

Leave a Comment

Solverwp- WordPress Theme and Plugin