Motivational Story: সমস্যা একার নয়ঃ

নীচের গল্প থেকে জানা যাবে আপাতদৃষ্টিতে যেটা শুধুমাত্র আমার সমস্যা বলে মনে হচ্ছে , আসলে সেটা শুধু আমার একার সমস্যা নয় , সেটা সবার সমস্যা । Let’s start reading the motivational story: সমস্যা একার নয় .. .. .. 

 

motivatemeagain.com/motivational-story-সমস্যা-একার-নয়ঃ

এক ইঁদুরের গল্পঃ

 

এক ইঁদুর এক চাষির ঘরে বাসা বেঁধেছিল । সেখানে সে ভালোই দিন কাটাচ্ছিল । একদিন ইঁদুর দেখল চাষি আর তার স্ত্রী থলে থেকে কিছু একটা জিনিস বের করছে । ইঁদুর ভাবলো  থলের ভিতর নিশ্চয় কোন খাবার আছে , তাই সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল । এগিয়ে দেখল , সেটা খাবার দাবার কিছু নয় , সেটা ছিল ইঁদুর ধরার একটা ফাঁদ ।

ইঁদুর খুব ভয় পেয়ে গেল। ফাঁদ দেখে সে পিছতে লাগলো । চাষির বাড়ির পিছনের দিকে এক খোপে একটা পায়রা থাকত । ইঁদুর পায়রার কাছে গিয়ে ভয়ার্ত স্বরে বলল – জানো , আজ বাড়ির মালিক আমাকে ধরার জন্য একটা ইঁদুর ধরার ফাঁদ এনেছে। এটা শুনে পায়রা হাসতে থাকলো আর বলল – তাতে আমার কি? আমি কি ঐ ফাঁদে পরতে যাব নাকি? নিরাশ হয়ে ইঁদুর মুরগিকে গিয়ে একই কথা বলল। মুরগি ইঁদুরকে হেয় করে বলল , যা ভাই, এটা আমার সমস্যা নয় , তোর সমস্যা তুই বুঝে নে, আমাকে জ্বালাতন করতে আসিস না। ইঁদুব চিন্তায়  পরে গেল । পায়রা বা মুরগি কেউ তাকে কোন পরামর্শ দেওয়া তো  দুরের কথা, তার কোন কথায় শুনল না! ইঁদুর ভয়ে হাঁফাতে হাঁফাতে মাঠে গিয়ে ছাগলকে তার বিপদের কথা জানালো । ছাগল শুনে হেসে লুটোপুটি খেতে লাগলো । বলল , যা ভাই , এর মধ্যে আমাকে জড়াস না ।

 

সেদিন ইঁদুর খুব ভয়ে ভয়ে ছিল – কোথা থেকে  কি হয়ে যায় ! তারপর সে ঘুমিয়ে পড়লো । রাতে একটা “ফটাস” শব্দে চাষির বউয়ের ঘুম ভেঙ্গে গেল । ফাঁদে একটা বিষাক্ত সাপ আটকে পরেছিল । কিন্তু চাষির স্ত্রী  ভাবল , ফাঁদে ইঁদুর ধরা পড়েছে । যেই না সে ফাঁদে হাত দিতে যাবে , অমনি সাপটা তাকে ছোবল মারল । অবস্থা বেগতিক দেখে চাষি একজন ওঝাকে ডেকে আনলো । ওঝা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে চাষির বউকে পায়রার জুস খাওয়ানোর পরামর্শ দিল । চাষি এখন পায়রার জুস পায় কোথায় ? উপায় না দেখে তার পোষা পায়রাকে কেটে ফেলল । “পায়রা এখন রান্নার হাঁড়িতে ।” 

 

চাষির স্ত্রীর সাপে কামড়ানোর খবর পেয়ে আত্মীয় স্বজনরা তার বাড়িতে এসে হাজির হল । তাদের খাবারের বন্দোবস্ত করতে মুরগিকে কেটে ফেলা হল “মুরগি ব্যাচারিও এখন রান্নার হাঁড়িতে ।” দিন দুই পর চাষির স্ত্রী মারা গেল। আর তার অন্তিম সৎকারের পর শ্রাদ্ধানুষ্ঠানে ছাগলটাকেও কেটে ফেলা হল । ………………………. আর ইঁদুর , সে তো অনেক আগেই পালিয়েছিল ,…. দূর ….. বহুদূর …...

 

শিক্ষাঃ

এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে , যদি কেউ আমাদের তার সমস্যার কথা বলে , আর আমরা ভাবি যে এটা তো আমাদের সমস্যা নয় – যার সমস্যা তার ব্যাপার, তাহলে আমরা ভুল করবো ।

Leave a Comment

Solverwp- WordPress Theme and Plugin