10 টি best শিক্ষামূলক গল্পঃ এখানে 10 টি best শিক্ষামূলক গল্প দেওয়া হল , যা আমাদের জীবনে চলার পথে শিক্ষা দেবে। এই গল্পগুলো পড়ে জ্ঞান লাভ করুন, বাস্তব জীবনে কাজে লাগান , আর অপরকে অনুপ্রাণিত করুন। তবেই আমার পরিশ্রম সার্থক হবে। আসুন গল্পগুলো পড়া যাক … … …
10 টি best শিক্ষামূলক গল্পঃ (১) আগে উপরে পৌঁছান , তারপর বিশ্রাম নিনঃ
একটা ঈগল একটা গাছের উঁচু ডালে বসে বিশ্রাম নিচ্ছিল । একটা ছোট্ট খরগোশ তা দেখে ঈগলকে বলল , ” আমিও কি তোমার মত এখন কোন কাজ না করে বিশ্রাম নিতে পারি? ”
ঈগল বলল , ” নিশ্চয় , কেন বিশ্রাম নেবে না! ”
খরগোশ তখন ঈগলের ঠিক নিচে মাটিতে বসে বিশ্রাম নিতে লাগল । হঠাৎ একটা শেয়াল কোথা থেকে এসে খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে খেয়ে ফেলল।
শিক্ষাঃ আপনি কিছু না করে বসে থাকতে চান? তাহলে অবশ্যই আপনাকে আগে অনেক উঁচুতে পৌঁছাতে হবে, তারপর বসতে হবে।।
10 টি best শিক্ষামূলক গল্পঃ (২) আগে কাজ শেষ করুন, তারপর আনন্দ করুনঃ
এক অফিসের একজন সেলস ম্যান , একজন কেরানী ও ম্যানেজার একসঙ্গে অফিসের পাশে এক রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাচ্ছিলেন । রাস্তায় তাঁরা আলাদীনের সেই আশ্চর্য প্রদীপ কুড়িয়ে পেলেন। সেটা হাত দিয়ে ঘষা দিতেই জিন বেরিয়ে এল। জিন বলল, ” আমি প্রত্যেককে একটা করে বর দিতে চাই , তাড়াতাড়ি বলে ফেলুন কে কি বর চান।”
সেলস ম্যান বলল, ” কাজ করতে আর ভাল লাগছে না , আমি এখুনি মালদ্বিপে বেড়াতে যেতে চাই ।”
কেরানী বলল, ” সত্যিই , কাজ করে করে বিরক্ত হয়ে পরেছি ! আমি আমার পরিবার সহ এখুনি হাওয়াই দ্বীপে সমুদ্রের ঠাণ্ডা হাওয়া খেতে চাই ।”
জিন তথাস্তু বলার সাথে সাথেই দুজনে অদৃশ্য হয়ে গেল।
এবার জিন ম্যানেজারকে বলল, ” বলুন , আপনি কি বর চান?”
একটু ভেবে নিয়ে ম্যানেজার বললেন,” অফিসে এখনও অনেক কাজ শেষ করতে বাকি আছে , … …… … আমি লাঞ্চের পর ওই দুজনকে অফিসে দেখতে চাই ।”
শিক্ষাঃ আগে যে কাজের দায়িত্ব নিয়েছেন তা শেষ করুন। তারপর আনন্দ করুন।।
আরও পড়ুন … … … নিজের কাজকে ভালবাসুনঃ অনুপ্রেরণার গল্প
10 টি best শিক্ষামূলক গল্পঃ (৩) মৃত্যুর আগে পর্যন্ত চেষ্টা চালিয়ে যানঃ
দুটো ব্যাঙ একটা দুধের পাত্রে পড়ে গেল। তারা সেই পাত্র থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করল, কিন্তু কিছুতেই উঠতে পারল না।
একটা ব্যাঙ আশা ছেড়ে দিল। সে বলল, ” বন্ধু, আর বৃথা চেষ্টা করে লাভ নেই। পাত্রের গভীরতা অনেক বেশি। শক্ত কোন কিছুও এখানে নেই , যে, তার উপর ভর দিয়ে লাফ দেব! আমরা কতক্ষন আর সাঁতার কেটে ভেসে থাকতে পারব ! আমাদের মৃত্যু অনিবার্য । বিদায় বন্ধু!” এই বলে সে সাঁতার কাটা বন্ধ করে দিল, এবং দুধের মধ্যে ডুবে মারা গেল।
অপর ব্যাঙটা ভাবল , ” না, আমি সাঁতার কাটা থামাব না। যতক্ষণ না আমার সমস্ত শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে , ততক্ষণ আমি সাঁতার কাটা চালিয়ে যাব।” এই ভেবে সে সাঁতার কেটে চলল ।
তার এই সাঁতার কাটার ফলে দুধ মন্থন হতে থাকল । আস্তে আস্তে সমস্ত দুধ মাখনে পরিণত হল । ব্যাঙটা তার পায়ের নিচে শক্ত মাখন পেয়ে , তার উপর ভর দিয়ে লাফ মেরে পাত্রের বাইড়ে বেরিয়ে এল। তার জীবন রক্ষা পেল।
শিক্ষাঃ যতক্ষণ না লক্ষে পৌঁছাচ্ছেন , ততক্ষণ চেষ্টা চালিয়ে যান । জয় আপনার হবেই ।।
আরও পড়ুন … … নিজেকে জানুনঃ অনুপ্রেরণার গল্প
10 টি best শিক্ষামূলক গল্পঃ (৪) খুব কষ্ট পাচ্ছেন, ভয় নেই, ঈশ্বর দেখছেনঃ
এক ভদ্রমহিলার ইচ্ছা হল রূপাকে কিভাবে বিশুদ্ধ বানানো হয়, তা দেখার । তিনি এক স্বর্ণকারের কাছে গেলেন। তিনি দেখলেন, স্বর্ণকার আগুনের ধারে বসে , হাতে একটা রূপোর টুকরো ধরে আগুনে পোড়াচ্ছেন ।
স্বর্ণকার বললেন, ” রূপোকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে হলে , এটাকে আগুনের মাঝখানে, যেখানে শিখার তাপ সবচেয়ে বেশি , সেখানে ধরে থাকতে হয়।”
ভদ্রমহিলা বললেন, ” তারমানে, যতক্ষণ না রূপা বিশুদ্ধ হচ্ছে, ততক্ষণ আপনাকে আগুনের সামনে বসে থাকতে হয়?”
“অবশ্যই।” স্বর্ণকার বললেন। ” শুধুমাত্র আগুনের সামনে বসে থাকলেই চলবে না, সারাক্ষণ রূপার দিকে চেয়ে থাকতে হবে।”
মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন, “আপনি বুঝবেন কিভাবে , যে রূপা পুরোপুরি বিশুদ্ধ হয়ে গেছে?”
স্বর্ণকার হেসে বললেন, ” এটা সহজ ব্যপার! যখন আমি আমার মুখের প্রতিবিম্ব রূপার মধ্যে দেখতে পাবো , তখনই বুঝবো রূপা বিশুদ্ধ হয়ে গেছে।”
শিক্ষাঃ যখন আপনি দেখবেন খুব কষ্টে আছেন, মনে রাখবেন, ইশ্বর আপনার দিকে চেয়ে বসে আছেন। যখনই তিনি তাঁর মুখ আপনার মধ্যে দেখতে পাবেন, জানবেন, আপনার দুঃখের দিন শেষ হয়ে গেছে।।
আরও পড়ুন … … … ব্যর্থতা জীবনের শেষ কথা নয়ঃ অনুপ্রেরণার গল্পঃ
10 টি best শিক্ষামূলক গল্পঃ (৫) সুযোগ ছদ্মবেশে আসে, খুঁজে নিতে শিখুনঃ
মাঝ সমুদ্রে একটা জাহাজ হঠাৎ ডুবে যায় । জাহাজের একমাত্র জীবিত যাত্রী নিজের অজান্তে ভাসতে ভাসতে এক পরিত্যাক্ত দ্বীপে পৌঁছান । তিনি বার বার ভগবানকে ডাকতে থাকেন , ” হে ভগবান, আমাকে উদ্ধার কর!” তিনি প্রতিদিন সমুদ্রের কাছে গিয়ে অপেক্ষা করেন , যদি কোন জাহাজ এসে তাঁকে উদ্ধার করে।
বহুদিন অপেক্ষা করার পর তিনি উদ্ধার পাওয়ার আশা ছেড়ে দেন । তিনি বন থেকে কাঠ সংগ্রহ করে নিজের জন্য একটা ছোট্ট ঘর তৈরি করেন , এবং সেখানে থাকতে শুরু করেন । একদিন সমুদ্রে মাছ ধরে নিজের বাসায় ফিরে দেখেন তাঁর কাঠের তৈরি ঘরে আগুন লেগেছে। চারিদিকে ধোঁয়ায় ঢাকা। তিনি রাগে, দুঃখে চিৎকার করতে থাকেন ,” হে ভগবান! তুমি কিভাবে এটা করতে পারলে!”
পরদিন সকালে, যখন তিনি তাঁর ঘর মেরামত করতে ব্যস্ত ছিলেন, তখন তিনি একটা জাহাজের বাঁশির শব্দ শুনতে পেলেন। দৌড়ে সমুদ্রের তীরে পৌঁছে দেখলেন, একটা জাহাজ তাঁকে উদ্ধার করতে এসেছে। তিনি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন ,” আপনি জানলেন কিভাবে, যে আমি এখানে আছি?” ক্যাপ্টেন বললেন, ” কাল সন্ধ্যায় আমরা আপনার দেওয়া ধোঁয়ার সিগন্যাল দেখে জানতে পারি যে আপনি এখানে আটকা পড়েছেন ।”
শিক্ষাঃ কখনই ভুললে চলবে না, যে , ভগবানের আশীর্বাদ আমাদের সবার উপরেই আছে, কিন্তু সে আশীর্বাদ ছদ্মবেশে আসে। সেটা আমাদের চিনে নিতে হবে।
আরও পড়ুন … … … অনুপ্রেরণার গল্পঃ আপনার ব্যবহারই আপনার পরিচয়ঃ
10 টি best শিক্ষামূলক গল্পঃ (৬) কৃত্রিম নয়, প্রকৃত ভালবাসতে শিখুনঃ
এক ব্যক্তি ২০০ মাইল দূরে থাকা তাঁর মা কে , তাঁর মা এর জন্মদিনে ফুল পাঠাবার জন্য একটি ফুলের দোকানের সামনে তাঁর গাড়ি দাঁড় করালেন। গাড়ি থেকে নেমে তিনি দেখলেন, একটা বাচ্চা মেয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে । তিনি তাকে জিজ্ঞেস করলেন, ” তুমি কাঁদছ কেন?”
মেয়েটি উত্তরে বলল,” আমি আমার মা এর জন্য একটা লাল গোলাপ কিনতে চাই। কিন্তু আমার কাছে মাত্র ১০ টাকা আছে, যেখানে গোলাপের দাম ২০ টাকা।”
লোকটি হাসলেন , বললেন , ” এসো আমার সাথে, আমি ফুল কিনে দিচ্ছি।” তিনি মেয়েটিকে একটা লাল গোলাপ কিনে দিলেন এবং তাঁর মা এর জন্য ফুল পাঠানোর অর্ডার দিলেন। তিনি মেয়েটিকে বললেন ,” চল , আমি তোমাকে তোমার মা এর কাছে পৌঁছে দিই।”
মেয়েটি খুব খুশী হল এবং রাজি হয়ে গেল। সে গাড়িতে চাপলো এবং রাস্তা দেখিয়ে নিয়ে চলল । একটা কবরখানার পাশে সে গাড়ি দাঁড় করাতে বলল। তারপর গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে , সদ্য মাটি দেওয়া এক কবরের উপর লাল গোলাপটা রেখে প্রণাম করল।
লোকটির দুচোখ জলে ভিজে গেল। তিনি গাড়ি ঘুরিয়ে ফুলের দোকানে এলেন। ফুল পাঠানোর অর্ডার বাতিল করলেন। কিছু তাজা ফুলের গোছা কিনলেন এবং ২০০ মাইল দূরে মা এর কাছে যাবার জন্য গাড়িতে স্টার্ট দিলেন।।
শিক্ষাঃ আপনার প্রিয় ব্যক্তিকে কৃত্রিম ভালোবাসা জানাবেন না। ঠিক সময়ে তাদের ভালবাসা ও শ্রদ্ধা নিবেদন করুন, নয়তো বা অনেক দেরি হয়ে যাবে।।
আরও পড়ুন … … … Motivational Story: সুযোগের সদব্যাবহারঃ
10 টি best শিক্ষামূলক গল্পঃ (৭) স্বার্থপর নয়, স্বার্থ শুন্য হনঃ
এক ডিজাইনার বেশ কয়েক বাক্স জামা কোলকাতা স্টেশন থেকে মুম্বাই পাঠাচ্ছিলেন । ট্রেনে তোলার সময় দুটি বাক্স অসাবধানবশতঃ প্লাটফর্মে পরে যায়। পরের দিন ডিজাইনার কোলকাতা স্টেশনের স্টেশন মাস্টারের কাছে হারিয়ে যাওয়া বাক্সের missing complain করতে আসেন। অফিসে ঢোকার আগে তিনি দেখেন একজন ভিখারী একটা নীল রঙের নতুন জামা পড়ে ভিক্ষা করছে। তাঁর চিনতে অসুবিধা হল না যে, এটা তাঁর হাতে ডিজাইন করা হারিয়ে যাওয়া জামা। তিনি সঙ্গে সঙ্গে ভিখারীকে ধরে জিজ্ঞেস করলেন, ” এই জামা তুমি কোথায় পেলে?”
ভিখারী উত্তর দিল, ” কাল প্লাটফর্মে আমি এক বাক্স জামা কুড়িয়ে পাই, এটা তারই একটা। “
“বাকি জামা কোথায় ?”
ভিখারী বলল, ” সেই সব কটা জামা আমি আমার অন্যান্য ভিখারী বন্ধুদের দিয়ে দিয়েছি।”
ডিজাইনার লক্ষ্য করলেন স্টেশনে যত ভিখারী ছিল সবাই তার ডিজাইন করা জামা পড়ে ভিক্ষা করছে।
ঠিক সেই সময় তিনি একজন যুবককে তাঁর তৈরি জামা পড়ে আসতে দেখলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন ,” এ জামা তুমি কোথায় পেলে?”
যুবক বলল, ” কাল আমার বাবা আমাকে এইরকম সুন্দর ১০ টা জামা উপহার দিয়েছে, এটা তারই একটা ।”
ডিজাইনার জিজ্ঞাসা করলেন, ” তোমার বাবা কে?”
যুবক উত্তর দিল , ” এই স্টেশনের স্টেশন মাস্টার হল আমার বাবা।”
শিক্ষাঃ লোভ জন্ম দেয় স্বার্থপরতার , আর নিঃস্বার্থতা ভাগ করে নেওয়ার শিক্ষা দেয়। ( Greed begets Selfishness, SELFLESSNESS begets SHARING)।।
10 টি best শিক্ষামূলক গল্পঃ (৮) হৃদয়ের দুরত্ব বাড়াবেন নাঃ
এক শিক্ষক তাঁর ছাত্রদের জিজ্ঞেস করলেন, ” রেগে গেলে আমরা চিৎকার করি কেন?”
ছাত্ররা বলল, ” কারন আমরা তখন আমাদের শান্ত ভাব ধরে রাখতে পারি না।”
শিক্ষক বললেন ,” বুঝলাম, কিন্তু আমরা চিৎকার করি কেন? যদিওবা দেখি দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে।”
ছাত্ররা উত্তর দিতে পারল না। শিক্ষক বললেন, ” যখন দুজন ব্যক্তি একে অপরের উপর রেগে যান , তখন তাদের হৃদয়ের দুরত্ব বৃদ্ধি পায়। সেই দুরত্ব কভার করার জন্য তাদের চিৎকার করতে হয়। যত বেশি রাগ হয়, তত বেশি দুরত্ব তৈরি হয়, তত জোড়ে চিৎকার করতে হয়।”
এরপর শিক্ষক আবার বললেন ,” কি হয় , যখন দুজন একে অপরকে ভালবাসতে শুরু করে?” … … … “তারা চিৎকার করে না, ফিসফিস করে কথা বলে। কারন তাদের হৃদয় খুব কাছাকাছি থাকে।”
শিক্ষাঃ যখন তর্ক করবে, তখন কখনই তোমার হৃদয়কে দুরত্ব তৈরি করতে দিও না। তা না হলে এমন একদিন আসবে, যখন এত বেশি দুরত্ব তৈরি হবে যে, ফিরে আসতে পারবে না।।
10 টি best শিক্ষামূলক গল্পঃ (৯) ঈশ্বরকে ডাকুন আপনার সুখের সময়ে, আপনার বিপদের দিনে নয়ঃ
এক জাহাজের captain চাকরি থেকে অবসর গ্রহনের পর, একটা ছোট বোট কিনে , তাতে করে যাত্রীদের একটি নিকটবর্তী দ্বীপে বেড়াতে নিয়ে যাবার ব্যবসা শুরু করলেন। একদিন তাঁর বোটটি কিছু যুবক ভাড়া নিল। যাত্রা শুরু করার আগে captain ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনায় বসলেন । যুবকরা হাসাহাসি করতে লাগল, কারন দিনটি ছিল সুন্দর, আর সমুদ্র ছিল শান্ত।
বোটটি চলতে শুরু করল। হঠাৎ মাঝরাস্তায় প্রবল ঝড় – বৃষ্টি শুরু হল। বোটটি অসম্ভব দুলতে শুরু করল। ভীত যাত্রীরা captain এর কাছে এসে বলল, “আসুন আমাদের সাথে, আমরা একসঙ্গে ঈশ্বরের প্রার্থনা করি।”
captain উত্তরে বললেন, “যখন সমুদ্র শান্ত ছিল তখন আমি প্রার্থনা করেছি, এখন আমার কাজ হল বোটটি যাতে না ডোবে তার বন্দোবস্ত করা।”
আরও পড়ুন … … … Motivational Story: বিশ্বাসের জয়ঃ
শিক্ষাঃ আমরা যদি আমাদের সুখের দিনে ভগবানকে না ডাকি , তবে হয়তো বিপদের দিনে তাঁকে আমরা কাছে পাবো না।।
10 টি best শিক্ষামূলক গল্পঃ (১০) রাগ পুষে রাখবেন না, ক্ষমা করতে শিখুনঃ
একদিন এক গুরু তাঁর এক ছাত্রকে একটা খালি বস্তা আর এক বাক্স আলু দিয়ে বললেন, “তুমি কিছু লোকের নাম মনে কর যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বিশেষ করে তাদের নাম মনে কর যাদের তুমি কখনোই ক্ষমা করতে পারবে না। বাক্স থেকে আলু বের কর, একটা করে আলুতে এক এক জনের নাম খোদাই কর, আর বস্তার মধ্যে রাখ। এবার বস্তাটা পিঠে চাপিয়ে এক সপ্তাহ ঘুরে বেড়াও । এক সপ্তাহ পর আমার কাছে এসো ।”
ছাত্র গুরুর কথা মত তাই করল । প্রথমদিকে তার কিছু মনে হল না। একদিন পরে তার বস্তাটা ভারী বলে মনে হল, যদিও আলুর ওজন একই ছিল। তারপর আলু পচতে শুরু করল, আলু থেকে পচা গন্ধ ছড়াল । ছাত্র অস্বস্তি বোধ করল। কিছুদিন পর পচা আলুর গন্ধ সহ্য করা গেল না, উপরন্তু , পিঠে পচা আলুর রস লাগতে লাগল। ছাত্র আলুর বস্তা ফেলে দিয়ে গুরুর কাছে এল।
গুরু বললেন, ” তুমি কিছু বলবে?”
ছাত্র বলল, “ যখন আমরা কাউকে ক্ষমা করতে না পারি, তখন একটা Negative Feeling আমরা আমাদের মধ্যে বহন করি, ঐ আলুর বস্তার মত। যত বেশীদিন আমরা ঐ Negativity বহন করব, জীবন তত বেশী দুর্বিষহ হয়ে উঠবে ।”
শিক্ষাঃ রাগ বহন করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করে দেওয়া উচিত ।।
আরও পড়ুন … … … 1 টি best বাংলা motivational story : অসম্ভব বলে কিছুই নেই
12 thoughts on “10 টি best শিক্ষামূলক গল্প”