Motivational Story: আসল বন্ধুঃ

আমাদের প্রত্যেকেরই অনেক বন্ধুবান্ধব আছে। কেউ কেউ খুব কাছের বন্ধু , প্রতিদিনই তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। কারও সাথে আবার মাঝে মাঝে  সাক্ষাৎ হয়। কেউবা কাজের সুত্রে বিদেশে থাকলেও টেলিফোনে কথাবার্তা চলে। আবার অনেক বন্ধু আছে , যারা আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকে, কেউবা আবার বিপদ দেখলে এড়িয়ে চলে । আবার এমন বন্ধুও আছে , যারা সর্বদায় আমাদের পাশে থেকে আমাদের ভালোর চিন্তা করে , কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমাদের প্রত্যেকেরই উচিত আসল বন্ধুকে চিনে নেওয়া। নীচের গল্পটা সেই আসল এক বন্ধুর গল্প। Let’s start reading… … … 

 

motivational-story-আসল-বন্ধুঃ/

 

এক কাঁকড়ার গল্পঃ

এক সাগর তীরে একটা কাঁকড়া বাস করত। সাগরের জলের সঙ্গে তার খুব বন্ধুত্ব ছিল। সমুদ্রের মাছেদের সাথেও ছিল তার সখ্যতা । তারা একসাথে সমুদ্রের জলে ভেসে ভেসে খেলা করতো । আর  ঢেউগুলো তাদের খেলা উপভোগ করতো । কখনো কখনো কাঁকড়া বালির মধ্যে ঢুকে গিয়ে তাদের সঙ্গে লুকোচুরি খেলত । একদিন কাঁকড়া সাগরের তীর দিয়ে খেলা করতে করতে হেঁটে যাচ্ছিল । তার পায়ের ছাপ বালির উপর খুব সুন্দর নকশা তৈরি করছিল । তা দেখে কাঁকড়া খুশিতে নেচে নেচে যাচ্ছিল । কিন্তু , কিছুক্ষন পর সে লক্ষ করল, যতবারই সে পায়ের ছাপ বালির মাঝে রাখছে, ঠিক  ততবারই সাগরের জল সেই সুন্দর নকশাগুলো তার ঢেউ দিয়ে মুছে দিচ্ছে। এটা দেখে কাঁকড়ার খুব রাগ হল । বন্ধুর এই আচরণে সে খুব   দুঃখ পেল। সে ঢেউকে বলল, ” তুমি আমার এত কাছের বন্ধু হয়েও কেন  বারবার আমার পায়ের সুন্দর ছাপগুলো মুছে দিচ্ছ ?”  ঢেউ কাঁকড়ার কথার জবাবে বলল, বন্ধু , আমি দেখলাম তোমার ওই পায়ের ছাপ অনুসরণ করে এক জেলে তোমাকে ধরতে আসছে। তাই আমি  আমার ঢেউ দিয়ে তোমার পায়ের ছাপগুলো মুছে দিচ্ছি , যাতে করে তুমি সুরক্ষিত থাকো ।

 

শিক্ষাঃ

আসল বন্ধু সর্বদা আমাদের সঙ্গে থেকে আমাদের বিপদ থেকে রক্ষা করে । আমাদের আসল বন্ধু চিনে রাখা উচিত। 

Leave a Comment

Solverwp- WordPress Theme and Plugin