Motivational story মিথ্যার পরিনাম থেকে জানা যাবে, আমাদের যদি কোন পরিস্থিতি সামাল দেবার জন্য মিথ্যার আশ্রয় নিতে হয়, তবে তা সেই পরিস্থিতিতে আমাদের বাঁচিয়ে দিলেও ভবিষ্যতে তার ফল খারাপই হবে। অর্থাৎ মিথ্যা বলার ফল কখনও ভাল হতে পারে না। Let’s start reading the Motivational Story মিথ্যার পরিনাম…
চার বন্ধুর গল্পঃ ( motivational-story-মিথ্যার-পরিনামঃ/)
চার বন্ধু এক স্কুলে নবম শ্রেণীতে পড়ে । চারজনেই খুব বিচ্ছু ছেলে । তারা ক্লাস ফাঁকি দিয়ে সারাদিন ঘুরে বেড়ায় । পড়াশুনার বালাই নেই। একবার পরীক্ষার সময় ঠিকঠাক পড়া হয়নি বলে কিভাবে পরীক্ষা এড়ানো যায়, তারা সেই মতলব আঁটতে লাগলো । অনেক ভেবে তারা একটা বুদ্ধি বের করল এবং পরীক্ষার দিন অনেক দেরি করে স্কুলে পৌছাল । স্যার জিজ্ঞাসা করলেন , কি হল’, আজ তোমরা এত দেরি করলে কেন ? তারা কাঁদতে কাঁদতে বলল, স্যার, আজ আমরা যে বাসে স্কুলে আসছিলাম সেই বাসের টায়ার ফেটে গিয়েছিল, তাই আমাদের আসতে দেরি হল । স্যার, দয়া করে আমাদের পরীক্ষা অন্য কোনও একদিন নেবার ব্যাবস্থা করুন । শিক্ষক মহাশয় তাদের বদমাইশি সম্পর্কে অবহিত ছিলেন । কিন্তু তখনই তাদের কিছু না বলে তাদের কথাই রাজি হয়ে গেলেন এবং বললেন , ঠিক আছে, এক সপ্তাহ পর আমি তোমাদের পরীক্ষা নেব। এই কথা শুনে তারা আনন্দে যে যার বাড়ি ফিরে গেল। তারা এটা ভেবে খুব খুশি হল যে, শিক্ষক মহাশয় তাদের চালাকি ধরতে পারেননি ।
সাতদিন তারা বাড়িতে ঠিকঠাক পড়াশুনা করল । সপ্তম দিনে তারা পরীক্ষা দিতে স্কুলে এল । শিক্ষক মহাশয় তাদের ক্লাস রুমের চার কোণে চারজনের বসার ব্যাবস্থা করলেন । তাদেরকে প্রশ্নপত্র দেওয়া হল’। কিন্তু তারা দেখল’ সিলেবাস থেকে কোন প্রশ্নই করা হয়নি। মাত্র দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। Question No 1: তোমার নাম কি? আর Question No 2: ঐ দিন বাসের কোন টায়ার ফেটেছিল ? তারা পরস্পর এতটাই দূরে বসেছিল যে, কেউ কারো দিকে তাকাতেই পারল না। কেউ লিখল বাঁ পাশের সামনের টায়ার , কেউবা লিখল ডান পাশের পিছনের টায়ার । যদি সত্যি সত্যিই টায়ার ফাটত , তবে সবার উত্তর একই হত। সুতরাং, চারজনই পরীক্ষায় ফেল করল ।
শিক্ষাঃ
মিথ্যা বললে সঙ্গে সঙ্গে লাভ হয় , কিন্তু সুদুর প্রসারি ফল খারাপ হয়।
আরও পড়ুন … … … 10 টি best শিক্ষামূলক গল্প