motivational-story-সঙ্কল্প-শক্তিঃ মানুষের সঙ্কল্প শক্তির চেয়ে বড় আর কোন শক্তি এই পৃথিবীতে নেই । পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু আবিষ্কার হয়েছে , তা সবই মানুষের সঙ্কল্প শক্তির দ্বারা সম্ভব হয়েছে। এই সঙ্কল্প শক্তির জোড়েই মানুষ আজ মঙ্গল ও চাঁদে পা রাখতে সক্ষম হয়েছে, আর সূর্যকে জয় করার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। Let’s Start Reading the Motivational Story সঙ্কল্প শক্তি …… ….. …….
মানুষের সঙ্কল্প শক্তিঃ
একবার এক পাঠশালায় এক গুরু তার শিষ্যদের শিক্ষাদান করছিলেন । শিষ্যরা গুরুকে বিভিন্ন প্রশ্ন করছিল , আর গুরুদেব যথাসম্ভব উত্তর দিয়ে তাদের জানার তৃষ্ণা মেটাচ্ছিলেন । এই সময় এক শিষ্য প্রশ্ন করল, গুরুদেব , বলা হয় এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হল পাহাড় , এর চেয়েও শক্তিশালী কিছু আছে কি?
গুরুদেব বললেন , হ্যাঁ বৎস , লোহা । লোহা পাহাড়ের থেকেও অনেক বেশী শক্তিশালী , কারন লোহার কোদাল দিয়ে পাহাড় কাটা যায় ।
শিষ্য বলল, তাহলে কি লোহা এই পৃথিবীতে সবচেয়ে বেশী শক্তিশালী ?
তা কেন ? গুরুদেব বললেন , আগুন পারে লোহার কোদালকে গলিয়ে দিতে।
তার মানে আগুন সবচেয়ে বেশী শক্তিশালী ।
না বৎস , আগুনের থেকে জল বেশী শক্তিশালী , কারন জল পারে আগুনকে শান্ত করতে ।
শিষ্যদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে। তারা বলে, গুরুদেব , জলের চেয়ে শক্তিশালী কিছু আছে কি ?
গুরুদেব হেসে বললেন , হ্যাঁ , জলের চেয়েও শক্তিশালী হল সূর্য । কারণ , সূর্য জলকেও বাস্পে পরিণত করতে পারে ।
তার মানে , সূর্যই সবচেয়ে বেশী শক্তিশালী ? সূর্যের চেয়ে বেশী শক্তিশালী আর কিছুই নেই?
আছে বৎস , মেঘ সূর্যের চেয়ে বেশী শক্তিশালী , কারণ মেঘ পারে সূর্যকে ঢেকে দিতে ।
শিষ্যরা ব্যাকুল হয়ে বলল , তাহলে নিশ্চয় গুরুদেব, মেঘের চেয়েও শক্তিশালী কিছু আছে ?
হ্যাঁ বৎস , বায়ু , … বায়ু মেঘের চেয়েও শক্তিশালী , বায়ু পারে মেঘকে উড়িয়ে নিয়ে যেতে । এই বায়ুর জন্যই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে । কিন্তু, এই বায়ুর চেয়েও অনেক বেশী শক্তিশালী হল মানুষের সঙ্কল্পশক্তি । মানুষের সঙ্কল্পশক্তির চেয়ে বড় কোন শক্তিই এই পৃথিবীতে নেই । গুরুদেব বললেন , মানুষ সঙ্কল্প করলে পাহাড় কেটে রাস্তা বানাতে পারে । লোহা গলিয়ে অস্ত্র তৈরি করতে পারে । আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে । জল ও বায়ুর গতি পরিবর্তন করতে পারে । তাই মানুষের সঙ্কল্প শক্তিকেই সর্বাধিক শক্তি সম্পন্ন বলে ধরা হয় , কারণ তা অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারে ।
শিক্ষাঃ
মানুষের সঙ্কল্প শক্তির চেয়ে বড় কোন শক্তি এই পৃথিবীতে নেই। আজকের পৃথিবীর যা কিছু আবিষ্কার , তা এই সঙ্কল্প শক্তিরই সুপরিণাম ।
আরও পড়ুন … … Motivational Story: বিশ্বাসের জয়ঃ